এবার পর্যটকদের জন্য চালু হল স্টিম জঙ্গল টি সাফারি

author-image
Harmeet
New Update
এবার পর্যটকদের জন্য চালু হল স্টিম জঙ্গল টি সাফারি

সুদীপ ব্যানার্জী,শিলিগুড়িঃ চালু হলো স্টিম জঙ্গল টি সাফারি। পর্যটক শিল্পকে উজ্জাবিত করতে রেলের একের পর এক পদক্ষেপ। ইতিমধ্যে দার্জিলিং পর্যন্ত তারপর ডুয়ার্স সফরে ভিস্টা ডোমের পর সোমবার চালু করা হলো স্টিম ইঞ্জিন দিয়ে শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত তিন ঘন্টা কুড়ি মিনিটের এই যাত্রা। যে সমস্ত পর্যটকরা দার্জিলিং পর্যন্ত যেতে পারবেন না সময়ের অভাবে মূলত তাদের কথা চিন্তা করেই চালু করা হলো এই পরিষেবা। তাদের জন্য এই উদ্যোগ তিন ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে শিলিগুড়ি থেকে রংটং হয়ে ফের শিলিগুড়ি জংশনে ফিরবেন পর্যটকরা। পর্যটকেরা এই সম্পূর্ণ শহর সুসজ্জিত কামরায় বসে যেমন পাহাড়-জঙ্গল চা বাগানকে উপভোগ করতে পারবে। পাশাপাশি মিলবে রেলের অত্যাধুনিক পরিষেবা।স্বাভাবিক ভাবেই খুশির উচ্ছাস পর্যটক মহলে।