বর্ষায় ঘন ঘন জ্বর?? সুস্থ হওয়ার ঘরোয়া পদ্ধতি

author-image
Harmeet
New Update
বর্ষায় ঘন ঘন জ্বর?? সুস্থ হওয়ার ঘরোয়া পদ্ধতি

নিজস্ব সংবাদদাতা:- বর্ষাকালে ঘন ঘন জ্বর হলে কিছু ঘরোয়া পদ্ধতি আছে সেগুলি কাজে লাগালে অনেক উপকৃত হওয়া যায়।

রসুন- রসুন খুবই উপকারী, ৭-৮ কোয়া রসুন নিয়ে গরম গরম ভাতের সাথে খেতে পারেন। অনেকটাই উপকার পাওয়া যাবে।

তুলসী পাতা আর মধু এটি সর্দি,কাশি,জ্বরের সবথেকে ভালো ওষুধ। সকালবেলা খালি পেটে ৭-৮ টা তুলসী পাতা আর মধু খেলে ভিতর থেকে সর্দি বের করে দেয়।