কী কারণে হয় ফ্ল্যাট ফুটের সমস্যা?

author-image
Harmeet
New Update
কী কারণে হয় ফ্ল্যাট ফুটের সমস্যা?

​নিজস্ব সংবাদদাতাঃ ফ্ল্যাট ফুটের  সমস্যা কিন্তু বেশিরভাগ সময়েই বংশগত কারণে হয়ে থাকে। যদি কারও মা-বাবার অথবা বাড়ির অন্য কারও আগে থেকে ফ্ল্যাট ফুট থাকে তাহলে বাড়ির পরবর্তী জেনেরেশনের কারও না কারও এই সমস্যা হওয়ার আশঙ্কা থেকে যায়।

যাঁদের এই সমস্যাটি বংশগত নয়, তাঁদের কিন্তু আরথ্রাইটিস বা মাংশপেশির সঠিক গঠন না হলে পায়ের পাতা সমান হয়ে থাকে। এছাড়াও গোড়ালিতে কখনও চোট লেগে লিগামেন্ট ড্যামেজ হলেও অনেকসময়ে পরবর্তী সময়ে ফ্ল্যাট ফুটের সমস্যা দেখা দিতে পারে।