গৌতম দেবের বিরুদ্ধে সরব বামেরা

author-image
Harmeet
New Update
গৌতম দেবের বিরুদ্ধে সরব বামেরা

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: করোনা পরিস্থিতির জন্য পিছিয়ে গিয়েছে পৌর নির্বাচন এবং তার দায়িত্ব দেওয়া হয় প্রাক্তন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবকে। যার মেয়াদ এক বছরের এবং কিছুদিন আগেই সেই মেয়াদ শেষ হয়েছে। তা সত্ত্বেও এখনো পৌরনিগমের সেই পদে নিযুক্ত রয়েছেন গৌতম দেব। এই অভিযোগ নিয়ে সোমবার শিলিগুড়ি বামফ্রন্ট এর কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন পৌরনিগমের প্রাক্তন মেয়র তথা সি.পি.আই.এমের নেতা অশোক ভট্টাচার্য। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন সি.পি.আই.এমের আহ্বায়ক জীবেশ সরকার সহ অন্যান্য নেতারা। তাদের দাবি অবিলম্বে পৌর নির্বাচন করতে হবে। আর তা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয় অশোক ভট্টাচার্য্য । এছাড়া সরকারি নিয়োজিত প্রশাসকের কাজ ও শহরের উন্নয়ন যে হয়েছে এ নিয়ে সমালোচনা করেন অশোক ভট্টাচার্য্য।