ফ্ল্যাট ফুট কী?

author-image
Harmeet
New Update
ফ্ল্যাট ফুট কী?

​নিজস্ব সংবাদদাতাঃ আমাদের পায়ের পাতার নীচের অংশটি যদি ভাল ভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন মাঝখানটা একটু কারভি বা ঢেউ খেলানো। কিন্তু অনেকেরই পায়ের পাতার নীচের অংশ একদম সমান। দাঁড়ালে মাটির সঙ্গে পায়ের পাতা লেগে থাকে। তাঁদের এই পায়ের পাতাকে ফ্ল্যাট ফুট বলা হয়।

মজার বিষয় হল, একটি শিশু যখন জন্মায় তখন তার পায়ের পাতা সমান থাকে, তাতে কোনও আর্চ বা ঢেউ খেলানো ব্যাপার থাকে না। হাঁটা শেখার সময়ে আমাদের পায়ের পাতায় এই আর্চ বা কার্ভ আসে। শিশুর পাঁচ বছর বয়স পর্যন্ত পায়ের পাতায় এই আর্চ গঠন হয়ে যায়, তবে যাঁদের হয় না, তাঁদেরই ফ্ল্যাট ফুটের  সমস্যা হয়।