রাহুল পাসোয়ান, আসানসোলঃ প্রেম ঘটিত কারণে ঝড়ে গেল এক তরতাজা যুবকের প্রাণ। এমনটাই দাবি এলাকাবাসীর। রবিবার আসানসোল উত্তর থানা এলাকার এক নালা থেকে যুবকের ক্ষত বিক্ষত পঁচা গলা মৃত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ পৌঁছায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
আজ ময়না তদন্তের পর মৃত দেহ নিয়ে আসানসোল উত্তর থানার সামনে বিক্ষোভ দেখায়। এলাকাবাসীর দাবি ওই যুবককে হত্যা করা হয়েছে। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। এলাকাবাসীরা আরো অভিযোগ করে বলেন ওই এলাকার এক যুবতীর সাথে প্রেম ভালোবাসা ছিল এই ঘটনার পর থেকে ওই যুবতীর পরিবার এলাকা থেকে পলাতক।