'আগে সরকারি ভাতা, তারপর দুর্গাপুজো,' হুঁশিয়ারি পুরোহিতদের

author-image
Harmeet
New Update
'আগে সরকারি ভাতা, তারপর দুর্গাপুজো,' হুঁশিয়ারি পুরোহিতদের


সুমিত ঘোষ, মালদা :
আগে সরকারি ভাতা , তারপর দুর্গাপুজো। এই দাবিকে সামনে রেখে আগামী দিনে আন্দোলনের দিকে নামতে চলেছেন বঙ্গীয় পুরোহিত সভার মালদা শাখার সদস্যরা। এদিন ইংরেজবাজার শহরের পুরাটুলি নিজেদের শাখা অফিসে বসেই এই কথা জানান সভার সদস্যরা। ভাতার পাশাপাশি তাদের আরো বেশ কিছু দাবি যেমন স্বাস্থ্যসাথী কার্ড, জেলায় সংস্কৃত টোল পড়ার বিষয় সংস্কৃত শিক্ষাঙ্গন গড়ে ওঠা , উচ্চশিক্ষার ক্ষেত্রে পুরোহিত সমাজের সন্তানদেরকে আরো স্থান দেওয়া, বিপিএল ভাবে অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি করা । বঙ্গীয় পুরোহিত সভা মালদা শাখার যুগ্ম সম্পাদক চিত্তরঞ্জন আচার্জী জানান, '২০২০ সালে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অক্টোবর, নভেম্বর ,ডিসেম্বর, তিন মাসের ৩ হাজার টাকা আমাদের জেলার কিছু পুরোহিত পেয়েছিল। তারপর থেকে আর কোন ভাতা দেওয়া হয়নি সরকারের পক্ষে থেকে । আমাদের জেলায় পুরোহিতের সংখ্যা সাত হাজার সেখানে জেলায় এখনো পর্যন্ত সাতশ পুরোহিত ভাতা পেয়েছে ।মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই আবেদন থাকবে যে আপনি বৈমাত্রিক সুলভ মনোভাব ত্যাগ করে আমাদের সকলকেই এবং দুঃস্থ পুরোহিত আপনি নির্বাচিত করে যেন তাদেরকে এই এক হাজার টাকা করে মাসিক প্রদান তার ব্যবস্থা করেন।'