নিজস্ব সংবাদদাতাঃ রবিবার টোকিও প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ভারতের ডিসকাস থ্রোয়ার বিনোদ কুমার। কিন্তু তাঁর পদক জেতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অন্যান্য দেশের প্রতিযোগীরা। তাঁদের বক্তব্য ছিল, ডিসকাস থ্রোয়ের এফ৫২ বিভাগে অংশগ্রহণ করার যোগ্যতা বিনোদের নেই। তাঁদের অভিযোগ শুনে প্যারালিম্পিক্স কর্তৃপক্ষ জানিয়েছিল বিষয়টি পর্যালোচনা করা হবে। সেই পর্যালোচনার ফলাফল হিসেবে সোমবার জানানো হয়েছে এফ৫২ বিভাগে অংশগ্রহণ করার জন্য প্রতিবন্ধকতার যে মান থাকা দরকার তা বিনোদের নেই। তাই তাঁর পদক ফেরত নিয়ে নেওয়া হবে। এই সংবাদটি ঘোষণা করার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। কেউ বলছেন, বিনোদের মানসিক অবস্থার দিকটা ভাবা উচিত। কেউ আবার বলছেন দোষটা প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার। তারাই সঠিকভাবে সবকিছু পর্যালোচনা করেনি। পাকিস্তানের এক ব্যক্তি তো আবার সরাসরি ভারতকে প্রতারক দেশ বলে আক্রমণ করতে শুরু করে দিয়েছেন।