উদ্বোধনের এক বছর পরও ১০০টি স্টল বন্টন হয়নি

author-image
Harmeet
New Update
উদ্বোধনের এক বছর পরও ১০০টি স্টল বন্টন হয়নি

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার :  রাজ্যের মধ্যে সেরা স্থানে থাকা আলিপুরদুয়ারের ফালাকাটা কৃষক বাজারে উদ্বোধনের এক বছর পরও ১০০টি স্টল বন্টন করা হয়নি। এই কৃষক বাজার যেসময় তৈরী হয় তখন স্থানীয় কাঁচামাল ও সবজি ব্যবসায়ীদের জন্য ২২টি স্টল চালু হয়। এরপর আরও ১০০টি স্টল তৈরির উদ্যোগ নেয় কৃষি বিপণন দপ্তর। দু’বছর আগেই স্টলগুলি তৈরির কাজ প্রায় সম্পন্ন হয়। গত বছর ৯ সেপ্টেম্বর স্টলের উদ্বোধন করে জেলা প্রশাসন। কিন্তু এখনও পর্যন্ত ওইসব স্টল বন্টন না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । এই নিয়ে ব্যবসায়ী মহলে ক্ষোভ ছড়িয়েছে। ক্ষুব্ধ কৃষক সংগঠনের নেতারাও। বিধানসভা নির্বাচন ও কোভিড পরিস্থিতিতে কিছুটা দেরি হলেও এখন পুরো প্রক্রিয়া প্রায় সম্পন্ন হওয়ায় শীঘ্রই স্টল বন্টন করা হবে বলে আরএমসির আধিকারিকরা জানিয়েছেন। আলিপুরদুয়ার আর.এম.সির সূত্রে খবর, স্টল বন্টনের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। এখন বৈদ্যুতিকরণের কিছু কাজ বাকি রয়েছে। ওখানে একটি বিদ্যুতের ট্রান্সফর্মার বসানো হবে। এসব হয়ে গেলে তাড়াতাড়ি স্টল বন্টন করা হবে। তাছাড়া কয়েক মাস ভোটের জন্য এবং কোভিড প্রোটোকলের জন্য এই স্টল বন্টন প্রক্রিয়া কিছুটা দেরি হলেও দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।