অলিম্পিক্সের পর প্যারালিম্পিক্সেও জ্যাভলিন থ্রো’য়ে স্বর্ণ পদক জিতল ভারত

author-image
Harmeet
New Update
অলিম্পিক্সের পর প্যারালিম্পিক্সেও জ্যাভলিন থ্রো’য়ে স্বর্ণ পদক জিতল ভারত

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার সকালেই টোকিও প্যারালিম্পিক্সে দেশকে প্রথম স্বর্ণ পদক এনে দিয়েছেন প্যারা-শ্যুটার অবনী লেখারা। এবার পুরুষদের জ্যাভলিন থ্রো(এফ৬৪) ইভেন্টে দেশকে স্বর্ণ পদক এনে দিলেন সুমিত আন্তিল। সুমিত আজই তিনবার বিশ্ব রেকর্ড গড়েছেন। প্রথমবার সুমিতের থ্রো ৬৬.৯৫ মিটার দূরত্ব অতিক্রম করে বিশ্ব রেকর্ড গড়ে। এরপর ৬৮.০৮ মিটারের একটি থ্রো করে নিজের রেকর্ড নিজেই ভেঙে দেন তিনি। শেষ পর্যন্ত ৬৮.৫৫ মিটারের একটি থ্রো’য়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েন সুমিত।