মেদিনীপুর শুটআউটকাণ্ডে গ্রেফতার আরও ৩

author-image
Harmeet
New Update
মেদিনীপুর শুটআউটকাণ্ডে গ্রেফতার আরও ৩


নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ মেদিনীপুর শহর ও শহরতলী এলাকায় গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্তের পাশাপাশি আরো তিন অভিযুক্তকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের সোমবার মেদিনীপুর সি জে এম কোর্টে তোলা হবে। ধৃতদের বিরুদ্ধে মাদক এবং অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ। তোলা চেয়ে ভয় দেখানোর অভিযোগ জমা পড়লে তোলাবাজি ধারায় মামলা রুজু করা হবে। ধৃত সাহিল ঘোষ, ধীমান ঘোড়াই এবং সৌরভ ঘোষ ওরফে বুকাই এদের কাছ থেকে তিনটি ম্যাগজিন, তিনটি দেশীয় বদুক, ১২ রাউন্ড কার্তুজ, ১টি মোবাইল এবং ২৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ধৃতদের ১৪ দিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।