সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: শিক্ষারত্ন পাচ্ছেন আলিপুরদুয়ার জেলার মাদারিহাট গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা কাজি রুণা লায়লা খানম। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির উচ্ছ্বাস গোটা জেলার শিক্ষক মহলে। রুণা লায়লা জানিয়েছেন, শিক্ষারত্নের জন্য মনোনীত হওয়ায় খুবই খুশি। এতে দায়িত্ব আরও অনেক বেড়ে গেল বলে মন্তব্য করেছেন তিনি। মাদারিহাটের দক্ষিণ খয়েরবাড়ি গ্রামের বাসিন্দা রুণা লায়লা।১৯৯৯ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করে কালচিনির ইউনিয়ন অ্যাকাডেমি হাইস্কুল ফর গার্লসে বাংলা বিষয়ের সহ শিক্ষিকা হিসেবে যোগ দেন। এরপর ২০১৯ সালে তিনি প্রধান শিক্ষিকা হিসেবে কাজে যোগ দেন। মাত্র ২ বছরের মধ্যে শিক্ষারত্নের জন্য মনোনীত হওয়া বড় প্রাপ্তি এই একনিষ্ঠ শিক্ষিকার। প্রসঙ্গত, করোনা সংক্রমণের পরিস্থিতিতে মাদারিহাট গার্লস হাইস্কুলকে কোয়ারান্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছিল। সে সময়ও স্কুলের কাজকর্মের জন্য তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতেন। ২০১২ সালে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত হয় বিদ্যালয়টি। বর্তমানে মাদারিহাট গার্লস হাইস্কুলে ৫৯৩ জন পড়ুয়ার জন্য শিক্ষিকা রয়েছেন ১৫ জন, পার্শ্ব শিক্ষিকা ৫ জন, শিক্ষাকর্মী রয়েছেন ৩ জন।