ভিকট্রি সেরিমনিতে একে অপরকে পদক পড়িয়ে দিলেন ভারতের নিশাদ এবং আমেরিকার টাউনসেন্ড, দেখুন ভিডিও

author-image
Harmeet
New Update
ভিকট্রি সেরিমনিতে একে অপরকে পদক পড়িয়ে দিলেন ভারতের নিশাদ এবং আমেরিকার টাউনসেন্ড, দেখুন ভিডিও

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার টোকিও প্যারালিম্পিক্সে রৌপ্য পদক জিতেছেন ভারতের হাই জাম্পার নিশাদ কুমার। আর এই হাই জাম্পের পদক প্রাপ্তি অনুষ্ঠানে এক সুন্দর দৃশ্যের সাক্ষী থাকল সমগ্র বিশ্ব। পদক পাওয়ার পর তা খেলোয়াড়েরা নিজেরাই নিজেদের গলায় পড়ে নেন, কিন্তু ভারতের নিশাদ এবং হাই জাম্পে স্বর্ণ পদক জয়ী আমেরিকার রডরিক টাউনসেন্ড একে অপরকে পদক পড়িয়ে দিলেন। পদক পড়ানোর পর একে অপরের হাতে ফুলও তুলে দিলেন তাঁরা। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে সোমবার টুইটারে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে।