জ্যাভলিন থ্রো ইভেন্টে জোড়া পদক জিতল ভারত

author-image
Harmeet
New Update
জ্যাভলিন থ্রো ইভেন্টে জোড়া পদক জিতল ভারত

নিজস্ব সংবাদদাতাঃ টোকিও প্যারালিম্পিক্সে এফ৪৬ ক্লাসে জ্যাভলিন থ্রো ইভেন্টে দুটি পদক জিতল ভারত। ভারতের তারকা প্যারা-জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া জিতলেন রৌপ্য পদক এবং সুন্দর সিং গুর্জর জিতলেন ব্রোঞ্জ পদক।