ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ পৌঁছাতে এগিয়ে এলো 'হাতে খড়ি' সংস্থা

author-image
Harmeet
New Update
ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ পৌঁছাতে এগিয়ে এলো 'হাতে খড়ি' সংস্থা





সেখ ওলি মহম্মদ, বীরভূমঃ ইয়াস ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গেছে রাজ্যের একাধিক এলাকা। যদিও বা সরকারের পক্ষ থেকে আগে থেকেই সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছিল, তবুও শেষ রক্ষা করা সম্ভব হয়নি কয়েকটি এলাকার। কিন্তু এই ইয়াস ঘূর্ণিঝড়ের তাণ্ডবের ফলে দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর দুটি জেলা বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই গতকাল রাত্রে বীরভূম জেলার দুবরাজপুরের 'হাতে খড়ি' নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করা হল দক্ষিণ ২৪ পরগনার নামখানা ১ নম্বর ব্লক এলাকায়।

এই সংস্থার অর্পণ চক্রবর্তী নামের এক সদস্য জানান, 'বিধ্বংসী ইয়াস ঘূর্ণিঝড়ের ফলে দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর দুটি এলাকা বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা আমাদের 'হাতে খড়ি' সংস্থার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করেছি। প্রতিটি প্যাকেটে শুকনো খাবার মুড়ি, চিড়ে, বিস্কুট, জলের বোতল, মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন এবং বাচ্চাদের জন্য বিস্কুট, হর্লিক্স, দুধ ইত্যাদি নিয়ে চললাম। আমরা ক্ষতিগ্রস্ত ৭০০ জন মানুষের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেব।'





আরও খবরঃ http://anmnews.in/?p=217694/ http://anmnews.in/?p=217748

For more details visit anmnews.in

Follow us at https://www.facebook.com/newsanm