অসহায় মানুষের পাশে এগরা 'আমরা কজন'

author-image
Harmeet
New Update
অসহায় মানুষের পাশে এগরা 'আমরা কজন'

নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব মেদিনীপুর জেলার স্বেচ্ছাসেবী সংগঠন এগরা 'আমরা কজন'-এইবার নয়া উদ্যোগে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এল। সপ্তম পর্যায়ে এগরার দিঘামোড়ে সীমিত ক্ষমতায় অসহায় মানুষের কর্মসংস্থানের কথা মাথায় রেখে রবিবার এই উদ্যোগ নেওয়া হয় 'আমরা কজনে'র পক্ষ থেকে। এই উদ্যোগে দুজন অসহায় মানুষের মধ্যে একজন প্রতিবন্ধীর হাতে ট্রাইসাইকেল ও অপরজনের হাতে টানা রিক্সা তুলে দেওয়া হয়েছে। এছাড়াও এদিন একাদশ ও দ্বাদশ শ্রেণীর দুজন দুঃস্থ ছাত্রীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবী শিক্ষক ডঃ কালীপদ প্রধান , শিক্ষক ও সমাজসেবী অসীম মাইতি, সতভ সুকুমার খাটুয়া , মিঠু সিং, সেক রাজু , সোমা দাস মহাপাত্র , রবীন্দ্র পান্ডা সহ অন্যান্য সদস্যরা। এদিন সংগঠনের সদস্যরা জানান, বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষ এবং দুঃস্থ ছাত্রছাত্রীরা অনেক ক্ষেত্রেই সমাজে বঞ্চিত হচ্ছেন। তারা অর্থের অভাবে তাদের চাহিদা মত সামগ্রী কিনতে পারেন না। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে দুঃস্থ অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সহায়তায় এগরা "আমার কজন " সংগঠনের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এই সংগঠনের সদস্যরা।