স্বপ্নকে বাস্তবে পূরণ সঞ্জীব বাগদাসের

author-image
Harmeet
New Update
স্বপ্নকে বাস্তবে পূরণ সঞ্জীব বাগদাসের

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ সঞ্জীব বাগদাসের তৈরী করা টয় ট্রেনের মডেলের খ্যাতি এখন বিদেশের বাজারেও ছড়িয়ে পড়েছে। ছোটবেলা থেকেই রেললাইনে গাড়ির আওয়াজ শুনে ঘুম থেকে উঠত সঞ্জীব। সেই থেকে স্বপ্ন ছিল রেল গাড়ির ইঞ্জিন বানাবে একদিন।


ঠাকুরদা, পিতা সকলেই রেল দফতরের কর্মী ছিলেন। সেই সুবাদেই ইঞ্জিনের খুটিনাটি সবটাই জানা সঞ্জীবের। এরপর সে কাঠ,লোহার পাত,তামা,স্টিল দিয়ে তৈরী করে ফেললো টয় ট্রেন। যা বর্তমানে দারুণ ভাবে সাড়া ফেলে দিয়েছে ইউরোপের বিভিন্ন দেশে।এছাড়াও দার্জিলিং স্টেশনের পাশে একটি স্টলে রয়েছে সঞ্জীবের টয় ট্রেনের এই মডেল। ইউরোপের বাজারে চাহিদা যথেষ্ট রয়েছে এই টয় ট্রেনের মডেলের। শৈশবের শখ এখন সঞ্জীবের মূল রোজগারের একমাত্র পথ।