সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: লাগাতার বৃষ্টির জেরে ফের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। গ্রামে তিস্তার জল প্রবেশ করে প্রায় সাড়ে চারশো বাড়ি জলমগ্ন হয়ে রয়েছে। বাড়ি ছেড়ে বহু মানুষ আশ্রয় নিয়েছেন তিস্তার বাঁধের ওপর। বন্যা কবলিত মানুষদের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, শিশুখাদ্য ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। যদিও পর্যাপ্ত পরিমাণ ত্রাণ না পাওয়ার অভিযোগ উঠেছে বন্যা দুর্গত মানুষদের মধ্যে। সোমবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদরা বাসু। ভারী বৃষ্টিপাতের জেরে বাড়তে শুরু করেছে তিস্তার জল। তিস্তার জল প্রবেশ করতে শুরু করেছে বিস্তীর্ণ এলাকায়। গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে দোমোহানি ক্রান্তিগামী রাজ্য সড়কের ওপর দিয়ে বয়ে চলেছে তিস্তার জল। যার জেরে বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। এলাকার বহু মানুষের ঘরে উনুন জ্বলেনি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানিয়েছেন, প্রশাসনের তরফে কোনও সাহায্য করা হয়নি।