গাড়ি থেকেই কর্মীদের সঙ্গে কুশল বিনিময় আইএনটিটিইউসি রাজ্য সভাপতির

author-image
New Update
গাড়ি থেকেই কর্মীদের সঙ্গে কুশল বিনিময় আইএনটিটিইউসি রাজ্য সভাপতির

হরি ঘোষ, রানীগঞ্জ: রবিবার জেলা সফরে এসে ইতিহাসের শহর, কয়লা কুঠির শহর, ট্রেড ইউনিয়নের শহর, রানীগঞ্জ এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষা ও জলে ভিজে অপেক্ষার পর গাড়ি থেকেই কর্মী-সমর্থকদের কুশল বিনিময় করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি প্রথমেই রানিগঞ্জ মঙ্গল্পুর শিল্প তালুকের দু নম্বর জাতীয় সড়কের ধারে মঙ্গলপুর জুটমিল লাগোয়া এলাকায় অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়ের পাশে তৃণমূল কর্মীদের দীর্ঘ অপেক্ষার পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হাজির হয়ে প্রবল বৃষ্টিতে শুধুমাত্র উত্তরীয় পরেই নিজের কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন। পরে রানীগঞ্জের পাঞ্জাবীমোড় লাগোয়া এলাকায় তৃণমূলের অসংখ্য কর্মী সমর্থক ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের সদস্যরা ফুলের তোড়া ফুলের মালা নিয়ে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর সংবর্ধনার আয়োজন করলে, সেখানেও সামান্যটুকু সময় গাড়ি দাঁড় করিয়ে অভিবাদন গ্রহণ করেন তিনি। তবে এখানে প্রবল বৃষ্টির কারণে গাড়ির কাঁচও খুলতে পারেননি ঋতব্রত বাবু। কর্মী-সমর্থকরা তাও ট্রেড ইউনিয়নের জেলা সভাপতি কে নিজের মতো করেই গাড়ির উপরে ফুলের বিশাল মালা ছড়িয়ে দিয়ে সম্বর্ধনা জানান, তৃণমূল ট্রেড ইউনিয়নের জেলা সভাপতিকে।