ফালাকাটায় চালু হচ্ছে সুফল বাংলা স্টল

author-image
New Update
ফালাকাটায় চালু হচ্ছে সুফল বাংলা স্টল

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: খুশির উচ্ছ্বাস আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দাদের। খুব শীঘ্রই পদ্মার ইলিশ, উত্তর দিনাজপুরের তোলাইপাঞ্জি, মুর্শিদাবাদের নলেন গুড়, পাঞ্জিপাড়ার হলুদ সহ টাটকা সবজি এখন থেকে ন্যায্যমূল্যে বাড়ির কাছেই পাবেন আলিপুরদুয়ারের  ফালাকাটার বাসিন্দারা। কারণ আলিপুরদুয়ার জেলা সদরের পর গুরুত্বের নিরিখে এবার ফালাকাটা কিষাণ মান্ডিতে চালু হচ্ছে রাজ্য সরকারের সুফল বাংলা স্টল। দুর্গাপুজোর আগেই এই স্টল চালু হতে চলেছে। স্টল তৈরির অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আরএমসির আধিকারিকরা। এই স্টল চালু হলে একদিকে কৃষকদের কৃষিপণ্য ন্যায্যমূল্যে বিক্রি হবে। ফড়েদের দৌরাত্ম্য কমবে। আবার সাধারণ বাসিন্দারাও চাহিদা অনুযায়ী ন্যায্যমূল্যে টাটকা পণ্য ওই স্টল থেকে কেনার সুযোগ পাবেন। ভোজনরসিক থেকে নানা মহলের স্থানীয় মানুষ এই খবরে যথেষ্টই আপ্লূত।