সুদীপ ব্যানার্জী, উত্তর দিনাজপুর: গ্রাম পঞ্চায়েত সদস্যাকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল দলেরই এক নেতার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার রামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শনিবার সকালে অভিযুক্ত তৃণমূল নেতা হাসান আলিকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও অভিযুক্তের দাবি, তাকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে।পঞ্চায়েত সদস্যার অভিযোগ, কয়েকদিন আগে তৃণমূলের একটি মিটিংয়ে যোগ দিতে তিনি ও দলের অন্য নেতারা ইসলামপুরে গিয়েছিলেন। তাঁরা একই হোটেলে উঠেছিলেন। সেখানেই তৃণমূল নেতা হাসান আলি পঞ্চায়েত সদস্যাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানালে খুনের হমকিও দেওয়া হয়। শনিবার অভিযুক্তকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। এদিন দুপুরে তাকে আদালতে তোলা হয়। বিচারক তার ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ‘আদতে কী ঘটেছে, তা খোঁজ নেবে দল।'