দিল্লি দাঙ্গায় তদন্ত অনেকগুলি মামলায় খুবই খারাপ, বলছে আদালত

author-image
New Update
দিল্লি দাঙ্গায় তদন্ত অনেকগুলি মামলায় খুবই খারাপ, বলছে আদালত

নিজস্ব প্রতিনিধি: একটি আদালত বলেছে যে ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গার বিপুল সংখ্যক মামলায় তদন্তের মান "খুব খারাপ" এবং আদালত দিল্লি পুলিশ কমিশনারের হস্তক্ষেপ চেয়েছে।

২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি সাম্প্রদায়িক হিংসার সময় পুলিশ কর্মকর্তাদের উপর অ্যাসিড, কাচের বোতল ও ইট দিয়ে হামলার অভিযোগে আশরাফ আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের সময় অতিরিক্ত দায়রা বিচারক বিনোদ যাদব এই পর্যবেক্ষণ করেন।