নিজস্ব প্রতিনিধিঃ সৌমেন পত্নীর দলবদল ইস্যুতে এবার সরব কংগ্রেস। রবিবার সোমেন পত্নী শিখা মিত্র তৃণমূলে যোগদান করেন। এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, 'শিখা মিত্র আগে শাসক দলে ছিলেন, তারপর কংগ্রেসে আসেন। আবার নিজের স্বামীকে নিয়ে শাসকদলে যোগদান করেন। তিনি আমার শ্রদ্ধেয়। তবে তিনি কোন দলে থাকবেন না থাকবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আমার কোনো মন্তব্য করা উচিৎ নয়।'