নকল সোনা বিক্রি করতে এসে আটক এক মহিলা

author-image
New Update
নকল সোনা বিক্রি করতে এসে আটক এক মহিলা

হরি ঘোষ, দুর্গাপুর: নকল সোনা বিক্রি করতে এসে আটক এক মহিলা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মামরা বাজারে। ব্যবসায়ীরা জানিয়েছেন, রবিবার সকালে এক মহিলা দুর্গাপুর মামরা বাজার একটি জুয়েলারির দোকানে সোনা সহ অন্যান্য জিনিস বিক্রি করতে আসেন। সেই সময় ওই সোনার দোকানদারের সন্দেহ হওয়ায় নিউ টাউনশিপ থানার পুলিশকে খবর দেওয়া হয়। নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর আটক করে নিয়ে যায়। এই ঘটনার জেরে দুর্গাপুরের মামরা বাজারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে আটক হওয়া মহিলার নাম পরিচয় জানা যায়নি।