নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তান দখল করলেও সরকারের স্বীকৃতি জয় করতে আপাতত নরম মনোভাবই দেখাচ্ছে তালিবান। তারা কাশ্মীর বা ভারতের কোনও ইস্যুতে নাক গলাবে না বলেই দাবি করেছে। যদিও পাকিস্তানের সঙ্গে সখ্যতার কারণে ইতিমধ্যেই ভারত-পাক সীমান্তে ও জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আফগানিস্তানের সঙ্গে আগামীদিনে ভারতের সম্পর্ক কীরকম হবে, তা নিয়েও উদ্বেগে রয়েছে নয়া দিল্লি। এই পরিস্থিতিতে আইসিস-কের মতো চরমপন্থী সংগঠন আরও উদ্বেগ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।