নিজস্ব সংবাদদাতাঃ তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার এক সপ্তাহের মধ্যেই অন্য গোষ্ঠীর হামলা চালানোর ঘটনায় স্পষ্টতই বোঝা যাচ্ছে, ক্ষমতা বাড়িয়েছে আইসিস-কে। এই পরিস্থিতিতে আফগান সরকার নয়, বরং আইসিস-কের সঙ্গেই তালিবানের সংঘর্ষ শুরু হতে পারে। মার্কিন বাহিনী উদ্ধারকার্য ও সেনা প্রত্যাহারেই আপাতত মনোযোগী। এ দিকে আইসিস-কে যেভাবে হামলা চালিয়েছে, তাতে পরবর্তী পদক্ষেপ হিসাবে আফগানিস্তান দখলের চেষ্টা করতেই পারে তারা। সেক্ষেত্রে গৃহযুদ্ধ হওয়াটাই স্বাভাবিক। তবে আফগান সেনার বিরুদ্ধে যেভাবে বিনা প্রতিরোধেই একের পর এক অঞ্চল দখল করেছিল তালিবানরা, আইসিস-কের জন্য পথ অতটা সুগম হবে না বলেই মনে করা হচ্ছে।