আইসিস কে সক্রিয় হয়ে ওঠায় কি সিদ্ধান্ত বদল করবেন বাইডেন?

author-image
Harmeet
New Update
আইসিস কে সক্রিয় হয়ে ওঠায় কি সিদ্ধান্ত বদল করবেন বাইডেন?

​নিজস্ব সংবাদদাতাঃ 

কাবুল বিমানবন্দরের বাইরে হামলা চালানোর পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, যারা হামলা চালিয়েছে, তাদের কাউকে ক্ষমা করা হবে না। খুঁজে বের করে উচিত শাস্তি দেওয়া হবে। শুক্রবারই ড্রোন হামলাও চালিয়েছে মার্কিন বাহিনী, যেখানে দুই আইসিস শীর্ষনেতার মৃত্যু হয়েছে বলে দাবি আমেরিকার।  তবে একইসঙ্গে বাইডেন জানিয়েছেন, জঙ্গি হামলা উদ্ধারকার্য থামাতে পারবে না। নির্দিষ্ট সময়ের মধ্যেই উদ্ধারকার্য শেষ করা হবে।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় তালিবানরা যখন ক্ষমতা প্রদর্শন করা শুরু করেছিল এবং একের পর এক প্রদেশ দখল করছিল, তখন কিন্তু আফগান সেনাকে সাহায্য করেনি মার্কিন বাহিনী। সেই আচরণ থেকেই আন্দাজ করা যায়, উদ্ধারকার্য শেষ হয়ে গেলে আফগানিস্তানে থাকবে না মার্কিন সেনা। বৃহস্পতিবারের হামলায় ২৩ জন মার্কিন সেনার মৃত্যু হওয়ায়, তার বদলা নিতেই পাল্টা হামলা চালিয়েছিল বাইডেন