নিজস্ব সংবাদদাতাঃ নাম শুনেই বোঝা যাচ্ছে যে, ইসলামিক স্টেট বা আইসিস বাহিনীর শাখা সংগঠনই হল আইসিস-কে (ISIS-kK)। ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (Islsamic State of Iraq and Syria), যা সংক্ষেপে আইসিস (ISIS) নামে পরিচিত, তা চরম ইসলামপন্থী সংগঠন, যারা অ-মুসলিমধর্মীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিল। আইসিস-কে ওই সংগঠনেরই অংশ হলেও তা আফগানিস্তানের খোরাসান (Khorasan) প্রদেশেই সীমাবদ্ধ ছিল এতদিন। তবে আইসিস-কে-র উৎপত্তি কিন্তু আফগানিস্তানে নয়। প্রতিবেশী দেশ পাকিস্তানে তেহরিক-ই তালিবান পাকিস্তানের অধীনেই সশস্ত্র ছাত্র সংগঠন ছিল আইসিসের এই সংগঠন। কিন্তু ঘরের মাঠে সুবিধা করতে না পেরেই সীমান্ত টপকে আফগানিস্তানে চলে আসে তারা। ২০১৪ সালে আইএস প্রধান বাগদাদির কাছে অনুরোধ জানায় তাদের আইসিসের অংশ বানিয়ে নিতে। সেখান থেকেই প্রতিষ্ঠা হয় ইসলামিক স্টেট-খোরাসানের।