তালেবানদের সাথে বৈঠকে বসতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট

author-image
Harmeet
New Update
তালেবানদের সাথে বৈঠকে বসতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট

​নিজস্ব সংবাদদাতাঃ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ বলেছেন, এই মাসের দল টি আফগানিস্তানের বেশ কিছু জায়গা  দখলের পর থেকে ঝুঁকির মধ্যে থাকা আফগানদের 'রক্ষা ও প্রত্যাবাসন' করার জন্য কাতারের মাধ্যমে তালেবানদের সঙ্গে আলোচনা চলছে। বাগদাদে এক শীর্ষ সম্মেলনের পর শনিবার (স্থানীয় সময়) ম্যাক্রোঁ বলেন, কাতারের সাথে যৌথভাবে স্থানান্তরের পরিকল্পনা করা হয়েছে এবং এতে "এয়ারলিফ্ট অপারেশন" জড়িত থাকতে পারে। তিনি আরও বলেন, ফ্রান্স ১৭ আগস্ট থেকে আফগানিস্তান থেকে ২,৮৩৪ জনকে সরিয়ে নিয়ে গেছে।