নিজস্ব সংবাদদাতাঃ সাতপাকের আগেই বরকে চড় মারলেন কনে! নতুন কনের এমন কাণ্ড শুনে নিশ্চয় আপনি চমকে গিয়েছেন? কিন্তু কী কারণে ওই তরুণী এমন কাণ্ড করেছেন তা জানার পর কিন্তু বেশ খুশিই হয়েছেন নেটিজ়েনদের একাংশ। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে এই রাগী বিয়ের কনের ভিডিয়ো। কিন্তু কী কারণে এমন কাণ্ড ঘটিয়েছেন এই তরুণী। জানা গিয়েছে, বিয়ে করতে বসেও মনের আনন্দে গুটখা চিবোচ্ছিলেন বর। আর সেটাই সহ্য হয়নি এই তরুণীর। সম্ভবত বারণ করার পরেও বর কথা শোনেননি। তাই সপাটে একটা চড় মেরে ওই যুবককে মুখে থেকে গুটখা ফেলে দিতে বলেন ওই তরুণী।