ডেঙ্গু প্রতিরোধে মোক্ষম দাওয়াই প্রশাসনের

author-image
Harmeet
New Update
ডেঙ্গু প্রতিরোধে মোক্ষম দাওয়াই প্রশাসনের


হরি ঘোষ, অন্ডাল :
করোনা আবহে যাতে ডেঙ্গি থাবা বসাতে না পারে সেজন্য তৎপর হয়েছে রাজ্য সরকার । স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর । নির্দেশ পেয়ে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে প্রশাসনের মধ্যে । সাধারণত প্রাক বর্ষা থেকে বর্ষার মরসুম পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ লক্ষ্য করা যায় । মশার মাধ্যমে এই সংক্রমণ ছড়ায় । এটাই মশাদের প্রজননের সময় । নোংরা ও জমা জলে সাধারণত মশারা ডিম দেয় । এছাড়াও নোংরা, আবর্জনা, জলভর্তি মুখ খোলা পাত্র মশার বংশ বৃদ্ধিতে সহায়ক হয় । সরকারি নির্দেশ পাওয়া মাত্রই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে অন্ডাল ব্লক প্রশাসনে । ব্লকের আটটি পঞ্চায়েতে ইতিমধ্যে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর । ব্লক এর পক্ষ থেকে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় বিতরণ করা হচ্ছে "গাপ্পি" নামক মাছ । এই মাছ মশার লার্ভা দের খেয়ে ফেলে । ফলে মশার বংশবৃদ্ধি রোধ করা সহজ হয় । শুক্রবার থেকে খান্দরা গ্রাম পঞ্চায়েতের খান্দরা, সিদুলি, মুকুন্দপুর, বিশ্বেশ্বরী, নীলকন্ঠ তলা সহ বিভিন্ন এলাকায় নালা-নর্দমা জমে থাকা জলে এই মাছ ছাড়ার কাজ শুরু হয়েছে । পঞ্চায়েত প্রধান শ্যামলেন্দু অধিকারী জানান আমরা পঞ্চায়েত এলাকায় ডেঙ্গু সম্পর্কে বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নোংরা আবর্জনা পরিষ্কার ও জমা জলে "গাপ্পি" মাছ ছাড়া আর কাজ ইতিমধ্যে শুরু করেছি । ধারাবাহিকভাবে এই কাজ চলবে বলে তিনি জানান । বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন, 'জমা জলে মশার বংশ বৃদ্ধি রুখতে "গাপ্পি"_ মাছ খুবই কার্যকর । তাই পঞ্চায়েতের মাধ্যমে প্রতিটি এলাকায় জমা জল, নর্দমা ও নিকাশি নালায় এই মাছ ছাড়ার কর্মসূচি নেওয়া হয়েছে ।'