আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার বিজেপি কর্মী, শুরু রাজনৈতিক চাপানউতোর

author-image
Harmeet
New Update
আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার বিজেপি কর্মী, শুরু রাজনৈতিক চাপানউতোর

নিজস্ব প্রতিনিধি, পটাশপুর ( পূর্ব মেদিনীপুর): আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করার অভিযোগে এক যুবককে হাতেনাতে পাকড়াও করল পটাশপুর থানার পুলিশ। গ্রেফতার যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। পটাশপুর থানার পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবক সুবিমল দাস। তার বাড়ী পটাশপুর থানার শুকলালখোলা গ্রামে। গ্রেফতার যুবক এলাকার বিজেপি সমর্থক বলে জানা গেছে। সুবিমলের গ্রেফতারি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে রাজনৈতিক চক্রান্তের শিকার বলে দাবি করা হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে আইন আইনের পথে চলবে।

জানা গেছে শুক্রবার রাতে নৈশ্য টহলদারি চালাচ্ছিল পুলিশ। রাতে বাইকে করে এক যুবক পটাশপুর থানা এলাকায় সন্দেহজনকভাবে ঘুরতে দেখে পুলিশ ওই যুবকের পথ আটকায়। যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউণ্ড গুলি উদ্ধার করে বলে পুলিশের দাবি। এরপর ওই যুবককে গ্রেফতার করে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ।

পটাশপুর থানা ওসি দীপক চক্রবর্তী বলেন, "ঘটনার তদন্তে নেমে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।।" যদিও তদন্তের কারণে বেশি কিছু জানাতে রাজি হননি তিনি । আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রেফতার প্রসঙ্গে রাজনৈতিক চক্রান্তের শিকার বলে দাবি করেছেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বরা। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, " এই ধরনের কোনো নেতৃত্ব নেই। তৃণমূল পাপকে দূর করতে চাইছে। তাই এলাকায় সমাজ বিরোধীদের ভোটের সময় লাগিয়ে এখন তাদের পুলিশ দিয়ে গ্রেফতার করাচ্ছে "।

বিজেপির তোলা এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্বরা। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতা মামুদ হোসেন বলেন, " দোষ করলে শাস্তি পেতে হবে। সে যে দলেরই হোক না কেন "।