নিজস্ব সংবাদদাতাঃ সম্পর্কের আসল রসদই হলো সুস্থ ও নিয়মিত যৌন জীবন। সেই যৌন জীবনে যেন একঘেয়েমি না আসে, সেদিকে খেয়াল রাখুন। সঙ্গীকে উত্তেজনার শিখরে নিয়ে যান। সঙ্গীর কানের পাশে মুখ নিয়ে যান। হালকা গলায় কথা বলুন। আসতে আসতে চুমু দিন। শুধু কানে নয়। সঙ্গীর কাধেঁর কাছে এসে চুমু খান। গলায় চুমু খান। কোনো তাড়াহুড়ো করবেন না। দেখবেন ততক্ষণে আপনার সঙ্গী উত্তেজনার চরম শিখরে পৌঁছে গিয়েছে।