নিজস্ব সংবাদদাতাঃ চুমুর মাধ্যমে কেবল ভালবাসা বা স্নেহ প্রকাশ পায় তা নয়, এই চুমুর মধ্যে দিয়ে হতে পারে একাধিক মুশকিল আসান। হ্যাঁ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সঙ্গীর সঙ্গে নিয়মিত চুমু খাওয়ার কি কি উপকারিতা রয়েছে তা জেনে নিন।
১) চুমু কোলেস্টেরল স্তর কমায়।
২) চুমু স্ট্রেস হরমোন কমায়।
৩) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে চুমু।
৪) দেহে এড্রিনালিন হরমোন ক্ষরণ ঘটায় ফলে দেহের ব্যাথা দূর হয়।
৫) চুমুতে ক্যালোরি বার্ন হয়।
৬) চুমু খেলে মুখের ব্যায়াম হয়।