আলিপুরদুয়ারের মুজনাই নদীর পাড়ভাঙ্গন, বিপাকে গ্রামবাসীরা

author-image
New Update
আলিপুরদুয়ারের মুজনাই নদীর পাড়ভাঙ্গন, বিপাকে গ্রামবাসীরা

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার:  লাগাতার আলিপুরদুয়ারের মুজনাই নদীর পাড়ভাঙ্গন। ক্ষতির মুখে পড়েছেন মাদারিহাট ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার কয়েক হাজার বাসিন্দা।

রাঙ্গালিবাজনা চৌপথির কাছে স্থানীয় এক গ্রামবাসীর একটি ঘরের অর্ধেক অংশ মুজনাই নদীর পাড়ভাঙ্গনের ফলে নদী গর্ভে চলে  গিয়েছে। নদীর পাড় ভেঙ্গে  ভিটের বেশিরভাগ অংশ গ্রাস করলেও পাড়ভাঙ্গন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসন থেকে। প্রশাসন থেকে পাড়ভাঙ্গন ঠেকাতে ব্যবস্থা নেওয়ার কাজ শুরুর আশ্বাস দিলেও এখনো পর্যন্ত করাহয়নি কোনো কাজ। এরপর একটি অস্থায়ী বাঁধ তৈরি করে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। কিন্তু ওই অস্থায়ী বাঁধটি শক্তপোক্তভাবে তৈরি করা হয়নি বলে অভিযোগ পরিবারের সদস্যদের। ফলে সেটি চলতি বর্ষায় ভাঙ্গন রোধে কোনও কাজেই লাগেনি। অন্যদিকে নদীর পাড়ভাঙ্গনে বোডোপাড়ায় বেশ কয়েকটি বাড়িও সংকটের মুখে পড়েছে। মাদারিহাট বীরপাড়া পঞ্চায়েত সমিতি সূত্রে খবর,ওই জায়গায় বোল্ডারের পাড়বাঁধ তৈরির জন্য টাকা বরাদ্দ করা হয়েছে।