ফের ঝাড়গ্রামে হাতিকে উত্যক্ত করার ভিডিও ভাইরাল!

author-image
New Update
ফের ঝাড়গ্রামে হাতিকে উত্যক্ত করার ভিডিও ভাইরাল!

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ ফের হাতিকে উত্ত্যক্ত করার ভিডিও ভাইরাল হলো ঝাড়গ্রামে। অনেকের অনুমান ভিডিওটি মানিকপাড়া রেঞ্জ এলাকার। ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পালের সামনে এক যুবককে ছুটে গিয়ে উত্যক্ত করতে। পাল্টা হাতি তাড়া করে নিয়ে এসেছিল তাকে। পরে আশেপাশে থাকা মানুষজনের চিৎকার শুনে হাতি ফিরে যায়। ফিরে গেলে ওই যুবক হাতির পেছনে গিয়ে তার দলের সামনে নাচানাচি শুরু করে। ভিডিও দেখে অনেকেই আতঙ্কিত। ওই পালে প্রায় চল্লিশটি হাতি রয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানান, এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত। তবে তাতে হুঁশ নেই। হাতির পালের সামনে গিয়ে এক যুবকের নাচানাচির ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই নড়েচড়ে বসল বন দফতর। রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা জানানহাতিকে উত্ত্যক্ত করা কোনমতেই উচিত নয়। তাতে দুর্ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, বন দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার হাতিকে উত্যক্ত করার ভিডিও প্রকাশ্যে এসেছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিভিন্ন এলাকার। কিছুদিন আগে হাতিকে উত্যক্ত করায় ঝাড়গ্রামে এক যুবককে আটক করা হয়। তারপরও হুঁশ নেই। এদিন ভাইরাল হওয়া ভিডিও দেখে ওই যুবকের খোঁজ শুরু হয়েছে বলে বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন। তিনি বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ওই যুবকের বিরুদ্ধে।