কাঠ পাচার রুখলেন বনকর্মীরা

author-image
New Update
কাঠ পাচার রুখলেন বনকর্মীরা

সুদীপ ব্যানার্জী,জলপাইগুড়ি : রাতের অন্ধকারে বৃষ্টিকে হাতিয়ার করে নদীতে কাঠ ভাসিয়ে পাচার করছিল দুষ্কৃতীরা। ঘটনা বুঝতে পেরেই পাচারচক্রের পিছু ধাওয়া করেন বনকর্মীরা। শেষ পর্যন্ত শূন্যে গুলি চালিয়ে পাচার রুখে দিলেন জলপাইগুড়ি জেলার মোরাঘাট রেঞ্জের সোনাখালি বিটের বনকর্মীরা। শুক্রবার গভীর রাতে সোনাখালি এলাকায় নদীতে শাল কাঠের লগ দড়িতে বেঁধে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল একদল পাচারকারী। তখনই বিষয়টি নজরে আসে টহলরত বনকর্মীদের। পাচারকারীদের থামতে বললেও তারা ভ্রূক্ষেপ না-করেই চলতে থাকে । পাচার রুখতে বাধ্য হয়ে শূন্যে গুলি চালান বনকর্মীরা। বেগতিক বুঝতে পেরে কাঠের লগ ছেড়েই পালিয়ে যায় পাচারকারীর দলটি। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছোয় ধূপগুড়ি থানার পুলিশও। কিন্তু পাচারকারীদের ধরা যায়নি। সেই সময় তারা পালিয়ে যেতে সক্ষম হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর। শনিবার সকালে অবশ্য নদী থেকে শাল কাঠের লগগুলি উদ্ধার করেন বনকর্মীরা। মোরাঘাট রেঞ্জ সূত্রের খবররাতে শাল কাঠ পাচারের খবর আসে বনকর্মীদের কাছে।এরপর  তাদের রুখতে এবং বনকর্মীদের নিরাপত্তার জন্যে শূন্যে গুলি চালাতে হয়েছে। পাশাপাশি কাঠগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত পাচারকারীর দলটি পালিয়ে গিয়েছে। চক্রটির  খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।