পাম্প মেশিন পড়ে থাকার পেছনে পৌরসভার দুর্নীতি, অভিযোগ বিজেপি বিধায়কের

author-image
New Update
পাম্প মেশিন পড়ে থাকার পেছনে পৌরসভার দুর্নীতি, অভিযোগ বিজেপি বিধায়কের

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ পৌরসভায় উচ্চক্ষমতাসম্পন্ন  পাম্প মেশিন পড়ে থাকার খবরের জেরে অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে সেই পাম্প মেশিন। বেশ কয়েকদিন ধরে পৌরসভা চত্বরে  পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় পাঁচটি  পাম্প  মেশিন পড়ে থাকতে দেখে সাধারণ মানুষ। এরপর খোঁজ নিলে জানা যায় পাম্প মেশিন গুলোর বাজার মূল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা। এই পাম্প মেশিন গুলো কোথা থেকে এল পৌরসভার চত্বরে সেই বিষয়ে  পৌরসভার কাছে কোনো  সদুত্তর নেই। বর্ষার মরশুমে প্রবল বৃষ্টির জমা জল সরাতেই এই পাম্প মেশিন গুলো বিশেষ ভাবে কাজ করে। অসমর্থিত সূত্রের পাওয়া খবর অনুযায়ী,  পূর্বের পৌরসভার চেয়ারম্যান মিহির দত্ত এই পাম্প মেশিন গুলোর জন্য নোটিফিকেশন করেছিলেন কিন্তু ওয়ার্ক অর্ডার হয়নি।ওয়ার্ক অডার ছাড়াই কিভাবে পৌরসভায় পৌঁছল এই পাম্প মেশিন। স্বাভাবিক ভাবেই এই বিষয় নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।এরপর শুক্রবারই সেই পাম্প মেশিন অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে। যদিও বিরোধীরা গোটা বিষয়ে পৌরসভার দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, "পৌরসভার ভেতরে কি করে পাম্প মেশিন গুলো রয়েছে সেটার দায় ভার পৌরসভাকেই নিতে হবে।গোটা বিষয়ে তদন্ত হওয়া উচিৎ।এই ঘটনার মধ্যে দুর্নীতি রয়েছে।"