দিগবিজয় মাহালিঃ চন্দ্রকোনায় কন্যাশ্রীদের পাশে বসে দুয়ারে সরকার শিবিরে উপভোক্তাদের ফর্ম ফিলাপে খোদ বিডিও।
এমনই ছবি দেখা গেলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের বান্দিপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের ঝাঁকরা হাইস্কুলে।চন্দ্রকোনা ২ ব্লক প্রশাসনের তত্বাবধানে ঝাঁকরা হাইস্কুলে আয়োজিত দুয়ারে সরকার শিবিরে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে ভিড় জমায় বহু মানুষ।পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম নথিভূক্ত করার জন্যও মহিলাদের ভিড় ছিল নজরকাড়া।এই ভিড় সামাল দিতে ওই স্কুলে দুয়ারে সরকার শিবিরে রীতিমতো হেল্প ডেস্ক খুলে উপভোক্তাদের ফর্ম ফিলাপে হাজির ২০-২৫ জন কন্যাশ্রী মেয়ে। আর এইসব কন্যাশ্রীদের পাশে বসেই উপভোক্তাদের ফর্ম ফিলাপ করতে দেখা যায় চন্দ্রকোনা ২ ব্লকের বিডিও অমিত ঘোষকে।বিডিওর পাশে বসে একইভাবে উপভোক্তাদের ফর্ম ফিলাপ তো আবার কেউ মনোযোগ দিয়ে দেখে নেয় বিডিওর থেকে ফর্ম ফিলাপের খুঁটিনাটি।দুয়ারে সরকার শিবিরে উপচে পড়া ভিড়ে একদিকে একঝাঁক কন্যাশ্রীর মেয়রা আর তাদের পাশে বসে উপভোক্তাদের ফর্ম ফিলাপ করে পরবর্তী কি করনীয় তা সযত্নে বুঝিয়ে দেওয়ার এমন ছবি দেখে আপ্লূত কন্যাশ্রী থেকে শিবিরে সরকারি প্রকল্পে নাম নথিভূক্ত করতে যাওয়া আমজনতাও।একদিকে শিবিরে উপস্থিত হয়ে ফর্ম ফিলাপের মধ্যে দিয়ে মানুষের সাহায্য করা এবং তা খোদ বিডিওর পাশে বসে স্বভাবতই খুশি কন্যাশ্রী মেয়েরা।আর আমজনতার সাথে মিশে তাদের সাথে পরিচিত হওয়া ও কিছুটা হলেও শিবিরের চাপ কমাতে কন্যাশ্রীদের সাথে নিয়ে উপভোক্তাদের ফর্ম ফিলাপের মধ্যে মানুষের পাশে থাকার বার্তা এবং এথেকে কন্যাশ্রী মেয়েদেরও হাতেনাতে শিখিয়ে দেওয়া,সব মিলিয়ে সরকারের কর্মকান্ড মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানোয় একমাত্র উদ্দেশ্য বলে জানান বিডিও অমিত ঘোষ।আর শুরুতে চিনতে না পারলেও খোদ বিডিও কন্যাশ্রীদের সাথে নিয়ে তাদের ফর্ম ফিলাপ করে দেওয়ায় একবাক্যে খুশি উপভোক্তারাও।