লক্ষ্মীভান্ডার প্রকল্পে উধাও কোভিড বিধি

author-image
Harmeet
New Update
লক্ষ্মীভান্ডার প্রকল্পে উধাও কোভিড বিধি

​দিগিবিজয় মাহালিঃ দীঘার পদিমা ২ অঞ্চলে লক্ষীভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে প্রচুর ভীড়ে উধাও কোভিড বিধি, ফর্ম সংগ্রহ করার সময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় । পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন রামনগর ১ বিডিও বিষ্ণুপদ রায় ও দীঘা মোহনা থানার পুলিশ। ঘন্টা দুয়েক পর পরিস্থিতি স্বাভাবিক হয়। আজকে পদিমা ২ অঞ্চলের বাসিন্দাদের জন্য দীঘার বিদ্যাভবন স্কুলে ক্যাম্প বসে একসাথে প্রচুর সংখ্যক মানুষের ভীড় হওয়ার জন্য পুরনায় আগামী মাসের ১০ তারিখে ক্যাম্প হবে ঘোষণা করা হয়। লক্ষীভাণ্ডার প্রকল্পের সাথে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, ব্যাঙ্ক পরিষেবা, কন্যাশ্রী, কাষ্ট স্যাটিফিকেট, কৃষক বন্ধু, প্রকল্পের জন্য ও ক্যাম্প চালু করা হয় তাতে ও প্রচুর সংখ্যক মানুষের ভীড় লক্ষ্য করা যায়। অধিকাংশ মানুষ রাত থেকেই লাইনে দাঁড়িয়ে ও অধিক বেলা পর্যন্ত ফর্ম না পেয়ে যেমন সমস্যায় পড়েন তেমনি অনেকে কোভিড বিধি অমান্য করে স্যোশাল ডিসটেন্স এবং মাস্ক ছাড়া ভীড় জমানোয় অনেকে সমস্যায় পড়েন।