নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়ার অযোধ্যা হিলের অন্যতম বড় ঝর্না বামনি ফলস। যা বর্তমানে কিছু লোকাল ইস্যুর জন্য পুরোপুরি ভাবে তালা বন্ধ হয়ে রয়েছে। দোকান পাঠ বন্ধ। ঝর্নার নীচের দিকে যাওয়ার রাস্তায় তালা লাগানো। বর্ষায় সবচেয়ে অপূর্ব সুন্দর লাগে এই বামনি ফলস ঝর্নাকে। তাই যারা অযধ্যা এসেছেন বা আসবেন ভেবেছেন তারা কিন্তু এই বামনি ফলস দেখতে পাবেন না। মন সাময়িক খারাপ হতে পারে।