নিজস্ব সংবাদদাতা:- অনেক মা-রাই চিন্তিত থাকেন বাচ্চাদের স্নান করানো নিয়ে।
বাচ্চা যদি খুব ছোটো হয় তাহলে তাকে রোজ স্নান করানোর দরকার নেই গায়ে ময়লা পরিষ্কার করে দিন ভিজে কাপড় দিয়ে। আর বাচ্চার বয়স যদি ২-৩ বছর হয়ে থাকে তাহলে তাকে রোজ স্নান করানো দরকার। কারণ সে বাইরে বেড়িয়ে খেলাধুলা করে গায়ে হাতে নোংরা থাকে খুব তাই রোজ স্নান করানো উচিত।