শনিবার থেকে উত্তরবঙ্গে চালু হল ভিস্টাডোম কোচের ট্রেন

author-image
New Update
শনিবার থেকে উত্তরবঙ্গে চালু হল ভিস্টাডোম কোচের ট্রেন

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হল ভিস্টাডোম কোচের ট্রেন। এদিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা হয় ট্রেন। এদিন সকাল ৭টা ২০ মিনিটে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা ফ্ল্যাগ অফ করেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক শঙ্কর ঘোষ, শিখা চট্টোপাধ্যায় সহ রেল কর্তারা। মন্ত্রী এবং দুই বিধায়ক ট্রেনে করে সেবক পর্যন্ত যান। অন্যদিকে,এদিন আদিবাসী নৃত্যের মাধ্যমে চালসায় ভিস্টাডোমকে স্বাগত জানানো হল। এদিন সকাল ৯টা ২৫ মিনিট নাগাদ চালসা স্টেশনে ট্রেন পৌঁছায়। এদিন চালসা সহ সংলগ্ন এলাকার বহু মানুষ নতুন ট্রেন যাত্রার উদ্দেশ্যে আসেন। জলপাইগুড়ির চালসার বেশীরভাগ মানুষ জানিয়েছেন, পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হবে এই ট্রেন। এই ট্রেনের ফলে ডুয়ার্সের পর্যটন ব্যাবসার আরও উন্নতি হবে।এদিন চালসা স্টেশনে ২০ মিনিট থাকার পর ট্রেনটি ফের আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেয়। অভিনব এই ট্রেনকে ঘিরে সাধারণ মানুষের  মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। খুশি রেল আধিকারিকরাও। ভিস্টাডোমকে কেন্দ্র করে উত্তরের পর্যটন দিগন্ত আরও ছড়িয়ে পড়বে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।