নিজস্ব সংবাদদাতাঃ আজ দুপুর ১২ টা নাগাদ উডল্যান্ডস হাসপাতাল থেকে বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়া পেলেও সরাসরি বাড়ি ফিরবেন না তিনি । সূত্রে জানা গেছে , তাঁর পুরো পরিবারই এখন অসুস্থ থাকায় তিনি তাঁর পরিবার নিয়ে ভিআইপি রোডের পাশে পরিচিত এক বন্ধুর নার্সিংহোমেই কিছুদিন কাটাবেন ।
আরও খবরঃ http://anmnews.in/?p=217694/ http://anmnews.in/?p=217748
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm