নিজস্ব সংবাদদাতাঃ হারিকেন ইডা শনিবার মার্কিন উপসাগরীয় উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই শক্তি সংগ্রহ করবে এই ঝড়। মেক্সিকো উপসাগরে বন্যাপ্রবণ অঞ্চল নিউ অরলিন্স এলাকা এবং তেল রিগগুলি সরিয়ে নেওয়ার পূর্বাভাস দিয়েছে সরকার। আবহাওয়া দফতর সূত্রে খবর, এটি সর্ব শক্তি সঞ্চয় করার পর হ্যারিকেন ৪ ক্যাটাগরিতে পরিণত হবে। পূর্বাভাস বলছে ইডা ঘন্টায় ১৪০ মাইল (২২৫ কিমি প্রতি ঘন্টা) বেগে ল্যান্ডফল করবে। সঙ্গে চলবে ভারী বৃষ্টিপাত। এছাড়া ভারী মাত্রায় জলচ্ছাস হতে পারে বলে পুর্বাভাস দেওয়া হয়েছে।