৩০ আগস্ট পর্যন্ত এনসিবি হেফাজতে পাঠালো গৌরব দীক্ষিতকে

author-image
Harmeet
New Update
৩০ আগস্ট পর্যন্ত এনসিবি হেফাজতে পাঠালো  গৌরব দীক্ষিতকে

​নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার রাতে বলিউড এবং টিভি অভিনেতা গৌরব দীক্ষিতের বাসভবন থেকে 'এমডি' এবং 'চরস' উদ্ধার করার পরে তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সূত্রের খবর অনুযায়ী, মাদক মামলায় অভিনেতাকে  ৩০ আগস্ট পর্যন্ত এনসিবি হেফাজতে পাঠানো হয়েছে।