নিজে গাড়ি চালিয়ে শ্বশুর বাড়িতে গ্রান্ড এনট্রি বৌমার

author-image
Harmeet
New Update
নিজে গাড়ি চালিয়ে শ্বশুর বাড়িতে গ্রান্ড এনট্রি বৌমার

​নিজস্ব সংবাদদাতাঃ সাধারণত ভারতীয় বিয়ের অনুষ্ঠানে বর-কনেকে বিশেষ অনুভূতি দেওয়ার জন্য আত্মীয়-স্বজনরা নানারকম কীর্তি করেন। বিয়ের মঞ্চে গ্র্যান্ড এন্ট্রি হয় কনের। আর এমনটাই প্রথা মেনে বরাবর চলে আসছে। তবে বিয়ের পর বিদায়ের সময় এক মন খারাপের মুহূর্ত বিরাজ করে সর্বত্র। এই অনুভূতি মেয়ের বাড়ির লোকেরাই তা অনুভব করতে পারেন। বাঁধ ভাঙা চোখের জলে হৃদয়ের এক টুকরো অংশকে শ্বশুড়বাড়ি পাঠানোর সময় কোনও বাবা-মা-ই চুপ থাকতে পারেন না। বাবা-মাকে ছেড়ে অন্য পরিবেশে প্রবেশ করার আগে আপনজনকে ছাড়ার যে কষ্ট তা কখনও বিলীন হয় না। বিদায়ের মুহূর্তগুলি সারাজীবনের একটি বিশেষ মুহূর্ত হিসেবে মনের কোণে রয়েই যায়।

তবে আধুনিক যুগে পাল্টে যাচ্ছে অনেককিছুই। সম্প্রতি, একটি ভাইরাল ভিডিয়োয় দেখে গেল. বিদায়ের অনুভূতিকে পুরো ৩৬০ ডিগ্রি পাল্টে দিয়েছেন এক কনে। বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য নিজেই গাড়ি চালিয়ে রওনা দিয়েছেন নববধূ। বিদায়ের অনুষ্ঠানে কনের চোখে তো নয়ই, বাবা-মা-আত্মীয়পরিজনদের মধ্যেও কোনও দুঃখ -বেদনা ছিল না। হাসিমুখে মেয়েকে বিদায় জানিয়েছেন তাঁরা। তবে কনের গাড়ি চালিয়ে শ্বশুরবাড়িতে প্রবেশের ঘটনা ভারতীয় সংস্কৃতিতে বিরল। মাহিন্দ্রার থর গাড়ি চালিয়ে, স্বামীকে পাশে বসিয়েই নতুন জীবনের উদ্দেশ্যে রওনা দেন ওই কাশ্মিরি নববধূ।