রকেট উৎক্ষেপনের আগে টেস্ট ফায়ার সফল করল Space-X

author-image
Harmeet
New Update
রকেট উৎক্ষেপনের আগে টেস্ট ফায়ার সফল করল Space-X

​নিজস্ব সংবাদদাতাঃ বিলিয়নেয়ার এলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্স নাসার জন্য সপ্তাহান্তে ড্রাগন কার্গো উৎক্ষেপণের আগেই রকেটটির টেস্ট ফায়ার হল। এদিন নাসার কেনেডি স্পেস সেন্টারে স্পেসএক্সের ফ্যালকন রকেটের স্ট্যাটিক-ফায়ার টেস্টে সফল উত্‍ক্ষেপন করেছে বলে খবর। স্পেসএক্স ড্রাগনের ২৩তম কমার্শিয়াল রিসাপ্লাই সার্ভিসেস (সিআরএস -২)) মিশনের উদ্বোধনের জন্য আজ, ২৮ অগস্টকে লক্ষ্য রেখেই প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে সবঠিকঠাক থাকলে আজই উত্‍ক্ষেপন করা হবে এই কমার্শিয়াল রকেটটি। তবে ব্যাকআপ লঞ্চের জন্য রবিবারকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওই বেসরকারি মহাকাশ সংস্থা।