বাংলাদেশে ট্রলারের ধাক্কায় নৌকাডুবি

author-image
Harmeet
New Update
বাংলাদেশে ট্রলারের ধাক্কায় নৌকাডুবি

 হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুবাহী ট্রলারের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় মৃত্যু হয়েছে ২১ জনের। আহত হয়েছেন আরও ৫০ জন। শুক্রবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। ইতিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে। বিকেল সোয়া ৫টার দিকে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। এতে প্রায় ১০০ জন যাত্রী নিয়ে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এসময় স্থানীয় মানুষও উদ্ধার কাজে অংশ নেয়। নৌকাডুবির ঘটনায় আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে যাওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান ও পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ঘটনাস্থলে থেকে উদ্ধার তৎপরতায় কাজ করেছেন। ঘটনাস্থল থেকে ২১ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ফায়ার সার্ভিসের একাধিক উদ্ধারকারী দল ও ডুবুরিরা উদ্ধার কাজ চালাচ্ছেন। বালুবোঝাই ট্রলারটি পুলিশ আটক করেছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। এছাড়াও মৃতদের  পরিবারকে ২০ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।