নিজস্ব সংবাদদাতাঃ আফগান-পাক সীমান্তের কাছে ড্রোন হামলা চালাল মার্কিন সেনা। কাবুল বিমানবন্দরে হামলার মূল ষড়যন্ত্রী নিহত বলে দাবি করেছে পেন্টাগন। পাল্টা আঘাতের আশঙ্কায় মার্কিন নাগরিকদের দ্রুত কাবুল বিমানবন্দরের গেটে ভিড় না জমানোর নির্দেশ দিয়েছে কাবুলের মার্কিন দূতাবাস।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের খোরাসান শাখা কাবুল বিমানবন্দরে হামলার দায় নেওয়ার পরেই জো বাইডেন হুঙ্কার দেন, হামলার ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা হবে। মূল্য চোকাতে হবে হামলাকারীদের। মার্কিন প্রেসিডেন্টের এই হুঁশিয়ারির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পাহাড় ঘেরা নানগড়হর প্রদেশে স্বয়ংক্রিয় ড্রোন হামলা চালাল আমেরিকা।